তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে সরকারি রাস্তার পাশে লাগানো প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের শিশুগাছ কাটার সময় খবর পেয়ে পুলিশ গাছের ব্যাপারী মো. হালিম সরদারকে আটক করে। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ভ্রাম্যমাণ আদালতে আটক দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করেন। অন্য দিকে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগে বকশিয়া গ্রামের মকবুল মোড়লের পুত্র আব্দুল হালিম মোড়লের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়।