
গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলার পাটকেলঘাটা-দলুয়া রাস্তার জেলা পরিষদের আওতাধীন সরকারী গাছ চুরির হিড়িক পড়েছে। চোর চক্রের হোতা খলিষখালী গ্রামের মৃত পাগল বোসের ছেলে মুকুল বোস রাস্তার গাছ চুরি করে কেঁটে বিক্রি করছেন বলে জানা গেছে।
সরেজমিন দেখা যায়, রাস্তা থেকে ১৪টির অধিক গাছ কেঁটে খলিষখালী পুলিশ ক্যাম্পের পাশে নিজের দোকানের পিছনে গাছ কেঁটে লট দিয়ে রেখেছে। পরবর্তীতে কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, রাস্তার গাছ চুরি চক্রের প্রধান হলেন মুকুল বোস। প্রায়ই তিনি রাস্তা থেকে গাছ চুরি করে বিক্রি করে থাকেন। আমরা বাধা দিলে বলে জেলা পরিষদের জনৈক সদস্য আমাকে বিক্রি করতে বলেছে, তাই বিক্রি করে দিচ্ছি।
মুকুল বোস বলেন, জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি ও খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে কাঁটতে বলেছেন। তবে এ বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
তিনি বলেন, গাছ এখানে রাখা ছিল পরে চেয়ারম্যান তার লোকজন পঠিয়ে নিয়ে গেছেন।
খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন বলেন, পাটকেলঘাটা-দলুয়া রাস্তার গাছ কাঁটা হয়েছে শুনেছি তবে কে বা কারা কেটেছে আমার জানা নেই। তবে গাছ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন তিনি।
অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমান বলেন, চেয়ারম্যান সাবির হোসেনের ছত্রছায়ায় থেকে মুকুল বোস ৫০টিরও অধিক গাছ বিক্রি করেছে। এটা নতুন কোনো খবর না সে প্রায়ই এই রাস্তা থেকে গাছ চুরি করে বিক্রি করে। বর্তমান চেয়ারম্যানের নির্দেশেই সে এই কাজ করেন বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বলেন, পরিষদ কোনো গাছ কাটার অনুমতি দেয়নি। জেলা পরিষদের গাছ টেন্ডার ছাড়া কাটার কোনো সুযোগ নেই। যদি কেউ কেটে থাকে তাহলে অপরাধ করেছে। এখনই তদন্তে লোক পাঠানো হচ্ছে। এমনটি হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী বলেন, জেলা পরিষদের গাছ কাটার জন্য কোনো টেন্ডার হয়নি। গাছ কাটা হয়েছে কিনা আমার জানা নেই।
এ বিষয়ে জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতালা রুবি কে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।