
তালা প্রতিনিধি : তালায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি হামিদুল ইসলাম সরদার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ফলেয়া গ্রামের মৃত শওকত আলী সরদারের ছেলে। তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিঃ) ইমন হোসেন সংগীয় ফোর্সসহ গত মঙ্গলবার বিকালে ফলেয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।