তালা প্রতিনিধি : তালায় ছেলে-মেয়েদের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী লক্ষী রানীকে কাঠের পিড়া দিয়ে মাথায় একাধিক আঘাত করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্থ করে শেফালী বিশ্বাসকে ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ অকেক্টাবর) সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী প্রকাশ্য আদালতে ওই রায় ঘোষণা করেন। আসামী শেফালী বিশ্বাস (৩৭) তালা উপজেলার সাড়াডাঙ্গা গ্রামের গঙ্গা বিশ্বাস ওরফে মিন্টুর স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ছেলে মেয়েদের মধ্যকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১০ সালের ১৮ অক্টোবর দুপুর ১২টার সময় তালা উপজেলার পাটকেলঘাটা থানার সাড়াডাঙ্গা গ্রামের প্রতিবেশী গোবিন্দ মন্ডলের স্ত্রী লক্ষ্মী রানী মন্ডলকে কাঠের পিড়ার উল্টাপিট দিয়ে মাথায় একাধিক আঘাত করে হত্যা করে একই গ্রামের শেফালী বিশ্বাস। ওই ঘটনায় লক্ষী রানী মন্ডলের বাবা বৈদ্যনাথ মন্ডল বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামী শেফালী বিশ্বাসের নামে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে বিচারিক আদালত ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সুরোতহাল ও ময়না তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে আসামী শফালী বিশ্বাষের বিরুদ্ধে বাংলাদেশ দন্ড বিধির ৩০৪ এর (খ) ধারায় দোষী সাব্যস্থ করে উপরোল্লিখিত সাজা প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, পিপি এড. আব্দুল লতিফ। তবে আসামী শফালী বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
তালায় হত্যার মামলায় শেফালী বিশ্বাসের ১০ বছর কারাদন্ড
Leave a comment