
তালা প্রতিনিধি : তালা উপজেলার জেঠুয়া বাজারে অবস্থিত জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাহিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিঅ-৬/৪৮৮১/৩৭.১১.৪০৪১.৫০১.০১..৬.২০.১৪১৯৩ নং স্মারকে এ কমিটি অনুমোদন দেয়া হয় বলে জানা গেছে। কমিটির অন্য সদ্যরা হলেন সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য বিশ^জিৎ সরকার, মোঃ রুস্তম আলী, সংরক্ষিত শিক্ষক সদদ্য শাহানা খাতুন, অভিভাবক সদস্য আব্দুস সামাদ আজাদ, আব্দুল কাইয়ুম, দেবাশীষ দেবনাথ, অসীত চক্রবর্তী, রেশমা আক্তার রনি, দাতা সদস্য এস কে কামরুল ইসলাম।
উল্লেখ্য, ইন্দ্রজীৎ দাশ বাপী ফলেয়া-চাঁদকাটি অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও মাগুরা আইডিয়াল মহিলা কলেজের দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।