
তালা প্রতিনিধি : তালা উপজেলাধীন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তালেব মোড়ল (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জুন বিকালে) উপজেলার শিরাশুনী গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিতসহ নানান রোগে অসুস্থ্য হয়ে শিক্ষক আবু তালেব মোড়ল মৃত্যুবরণ করেন। মরহুমের বড় ছেলে আশরাফুজ্জামান পিন্টু বে-সরকারী সংস্থা উত্তরণে কর্মরত এবং ছোট ছেলে মোঃ আসাদুজ্জামান সেনাবাহিনীর কর্নেল হিসেবে কর্মরত আছেন। শুক্রবার বিকালে অনুষ্ঠিত মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ শতশত মুসল্লি উপস্থিত ছিলেন।