
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা সার্বজনীন দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত শারদীয় দূর্গা উৎসব অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎযাপিত হচ্ছে। এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা বিগত ১২৫ বছর ধরে এই শারদীয় উৎসব পালন করে আসছে বলে জানা গেছে। এবারের দূর্গা মন্দিরের মূল আকর্ষণ ১২ ফুট লম্বা রাবণ মূর্তি। ফুটিয়ে তোলা হয়েছে শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী অবলম্বনে রামলীলা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দূর্গা প্রতিমার মূল প্যান্ডেলের বাইরে লঙ্কারাজ রাবণের ১২ ফুট উঁচু ১০ মাথা ওয়ালা বিশাল মূর্তী। পাশেই শ্রী রাম চন্দ্রের জীবন ও কর্মের উপর মির্মিত হয়েছে রামলীলা। ১০১ টি প্রতিমার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বিশাল কর্মযজ্ঞ। শিল্পী তার আপন মহিমায় নিপুণ হাতের ছোয়ায় তিল তিল করে গড়ে তুলেছেন এই প্রতিমা। রংতুলির নরম আঁচড়ে প্রতিমা এমন আকর্ষণীয় ও নয়নাভিরাম করে তুলেছেন প্রথম দেখাতেই কেহ চোখ ফেরাতে পারবে না।
মাগুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ ও মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ জুড়ে তৈরী করা হয়েছে চোখ জুড়ানো দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। আছে রংবেরঙের আলোর ঝলকানি। মণ্ডপ টি পাঁকা রাস্তার সাথে হওয়ায় যাতায়াতের সুযোগ ও নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। দূর দূরন্ত থেকে আসা দর্শনার্থীদের সহযোগিতার জন্যে স্থানীয় যুবকদের নিয়ে গড়ে তোলা হয়েছে দ্বায়িত্বশীল সেচ্ছাসেবক বাহিনী।
পূজা দেখতে আসা গনেশ রায়, উত্তম মন্ডল, বাসুদেব ঘোষ বলেন, এবারের পূজার প্যান্ডেলটা খুব আকর্ষনীয় হয়েছে। এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও ভালো। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় লোক সমাগম অন্য বারের চেয়ে বেশী হবে বলে মনে করেন তারা।
পূজা উৎযাপন কমিটির সভাপতি উত্তম সেন বাবুলাল বলেন, দীর্ঘ পথ পরিক্রমায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা উৎসব মাগুরা সার্বজনীন দূর্গা মন্দিরে পালিত হচ্ছে। ১২৫ বছর ধরে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। এবারের পূজায় মূল আকর্ষণ হলো ১২ ফুট উচ্চতার রাবণের মূর্তী ও রামায়ণের কাহিনি অবলম্বনে প্রতিমা তৈরী। দূর্গা উৎসবে এই অঞ্চলের সকল ধর্মের ও বর্ণের মানুষের অকুণ্ঠ সমার্থন ও সহযোগিতার কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে না। এবার আইন শৃঙ্খলা বাহিনীর সর্বিক সহযোগিতার কারণে আমরা কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালন করতে পারছি। এবারের পূজায় ১০১ টি প্রতিমা তৈরী করা হয়েছে বলে জানান তিনি।