
জন্মভূমি ডেস্ক : দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছে। এর মধ্যে বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে ৩ জন, বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে ৪ জন ও পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন।
॥ বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩ ॥
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রলি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। এই ঘটনায় আহত হয়েছেন সাত জন। শনিবার দুপুরে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয় মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলেও জানান তিনি।
লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি আটক করা হয়েছে।
॥ বগুড়ায় ২ ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত ॥
বগুড়ার আদমদিঘী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চারজন মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।
॥ পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ॥
পাবনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ১১টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।