জন্মভূমি রিপোর্ট : তেরখাদার কাটেঙ্গা বাজারে নিজের দোকান অবৈধ ভাবে দখল করার পাঁয়তারা করছে একটি দুর্বৃত্ত চক্র। মামলায় হেরে গিয়ে নানা ভাবে হয়রানি করছে। বুধবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার উখড়ি পূর্বপাড়ার এ এস এম কুদরত-ই-রাব্বি হীরা। তিনি বলেন, দু’ বছর আগে খুলনা জেলা প্রশাসকের কাছ থেকে জমি ইজারা নিয়ে দোকন ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। এলাকার লিটন চন্দ্র হালদার মামলা করে হেরে যায়। পরে সে আপিল করে। লিটন এডিসিকে ভুল বুঝিয়ে বলে মামলায় সরকার হেরে গেছে। পরে আমি বাদি হয়ে মামলা করি। আমার কাছে লিটন হালদার ১০হাজার টাকা দাবি করলে ৯হাজার টাকা প্রদান করি। ২-৩দিন নাস্তার জন্য কিছু টাকা চায়। তাকে ৩হাজার টাকা পরিশোধ করি। একটি আদেশ তারা উল্টে দিলো। টাকা নেয়ার পরও আমার কোন কাজই করলো না। আমি টাকা ফেরৎ চাইলে দিকে অস্বীকার করে। এই ঘটনায় আমি জেলা প্রশাসকের কার্যালয় অভিযোগ করি। পরে আমাকে সাড়ে ৯হাজার টাকা ফেরত দেয়।
সম্মেলনে তিনি বলেন, লিটন হালদার এখন পর্যন্ত ফেরত দেয়নি। যে জায়গায় দোকান রয়েছে সেই জায়গাটিতে ১৯৯৬ সালে নূরুল হক মোল্লা মামলায় হেরে গেলে জমিটি খাস হয়ে গেলে সরকার আমাকে বরাদ্ধ দেয়। এর পর বাবুল হক মোল্লা জজ কোর্টে মামলা করে একতরফা ভাবে রায় করিয়ে নেয়। আমি উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারি খাস জমিতে লিটন হালদার বাড়ি করার পাঁয়তারা করছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।