
তেরখাদা প্রতিনিধি : উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এর আয়োজনে বারাসাত উত্তর খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট ও অভিভাবকদের জন্য ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে স্কুল শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রফুল্ল কুমার মালাকার।