
জন্মভূমি রিপোর্ট : তেরখাদা উপজেলার মল্লিকপুর গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় হাসনাহেনা (৮৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। নিহত নারী মৃত: ইউসুফ বিশ্বাসের স্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় মোকামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই চঞ্চল কুমার হালদার দৈনিক জন্মভূমিকে বলেন, সেনেরজার টু কালিয়া সড়কের মল্লিকপুর গ্রাম সংলগ্ন রাস্তায় কয়েকজন কৃষক ভেঁজা খড় শুকাতে দিয়েছিলেন। একটি মোটর সাইকেল খড়ের ওপর দিয়ে যাওয়ার সময় পিছলে রাস্তার পাশে দাড়ানো ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। মুহূর্তেই তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং মাথায় রক্তাক্ত জখম হন। আহতের স্বজনেরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে মোটর সাইকেল নিয়ে চালক পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে পুলিশ মোটর সাইকেলটিকে শনাক্ত করতে পারেনি এবং থানায় মামলা দায়ের হয়নি।