
জন্মভূমি রিপোর্ট : তেরখাদা উপজেলার ইছামতি উত্তর কোদাল গ্রাম হতে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ গিয়াস উদ্দিন (৩৯) নামে একজন গ্রেফতার হয়েছে। তিনি গাড়ী চালকের ছদ্দবেশে কক্সবাজার ও ঢাকা থেকে ইয়াবার চালান এনে কয়েকটি জেলার বিভিন্ন স্থানে কারবার পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। অধিদপ্তরের খুলনা জেলা উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, ‘খ’ সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড় টার দিকে ওই গ্রামে গিয়াসের বাড়ীতে অভিযান চালায়। তখন তার বসত ভিটা থেকে ইয়াবা উদ্ধার হয়। ওই মাদকের চালানের উৎস কোথায়? কারবারের সাথে কারা-কারা জড়িত? তাদের হেফাজতে আরও ইয়াবা আছে কিনা? এসব প্রশ্নের উত্তর জেনে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় আসামিকে তিন দিনের রিমাণ্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। তিনি বলেন, আসামি গিয়াস ঢাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার ছিলো। এই পেশার আড়ালে সে ইয়াবা কারবার পরিচালনা করতো। ঢাকা ও কক্সবাজার থেকে সে ইয়াবার চালান খুলনায় এনে বাগেরহাট ও নড়াইলে সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দৈনিক জন্মভূমিকে বলেন, আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।