
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ইছামতি গ্রামের এরশাদুল কাজীর কন্যা মাদ্রাসা ছাত্রী নাবিলা খাতুন(১১) গত ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে কোদলা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। জানা গেছে, নাবিলা খাতুন ওই দিন দুপুর ১২টার দিকে তার সহপাঠী এক শিশুকে নিয়ে তাদের বাড়ি থেকে ৫০গজ দুরে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজ করতে থাকে এসময় তার সাথে থাকা শিশুটি জানায় সে পুকুরে পড়ে গেছে। এ সংবাদ শুনে নাবিলার বড় ভাই পুকুরে গিয়ে তল্লাশি করে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য তেরখাদা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।