
দাকোপ প্রতিনিধি : ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার পর এ দেশে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ত্যাগী নেতা-কর্মির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে ফুটে ওঠে। দলের সকল দুঃসময়ে এই ত্যাগী নেতা-কর্মিরা তাদের ত্যাগ ও শ্রমের বিনিময়ে দলকে উজ্জীবিত করে ক্ষমতায় আসতে মূখ্য ভূমিকা পালন করেছে। মরহুমা খাদিজা আকতার ছিলেন তেমন একজন নিবেদিত প্রান প্রকৃত মুজিব আদর্শের ত্যাগী নেত্রী। যিনি আমৃত্যুকাল দলের বিশ্বস্থ ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তার মত আদর্শবান নেতা-নেত্রী অনেক বেশী প্রয়োজন। আমাদের খাদিজার রাজনৈতিক আদর্শ ধারন করে দলের প্রতি শতভাগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।
শনিবার বিকাল ৪টায় দাকোপের চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরহুমা খাদিজা আকতারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের অসহায় গরীব-দুঃখি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩৩ প্রকার ভাতা ব্যবস্থা চালু করেছেন। তিনি দেশকে ভূমিহীন মুক্ত করতে আশ্রয়ন সকলের জন্য আবাসন ব্যবস্থা করেছেন। তিনি উন্নয়নের এই ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান। তারই ধারাবাহিকতায় আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় লক্ষী সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, কামরুজ্জামান জামাল, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, ননী গোপাল মন্ডল, শেখ আবুল হোসেন, বিনয় কৃষ্ণ রায়, শিউলি সরোয়ার, ত হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কণা, সরদার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, মোঃ সিরাজুল ইসলাম, রনজিত কুমার মন্ডল, জয়ন্তী রানী সরদার, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, মিহির মন্ডল, অসিত বরণ সাহা, দীপংকর রায়, শেখ শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, কনিকা বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কে এম কবির হোসেন, সৌদি তায়েফ, মোঃ রাজ্জাক ফারাজি, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, গোলাম হোসেন শেখ, গোবিন্দ বিশ^াস, আফজাল হোসেন খান, তাপস জেয়াদ্দার, মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, স্বপন রায়, সরোজিত রায় কুঞ্জু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক সুপদ রায়, জুলফিক্কার গাজী জুলু, জ্যোতি শংকর রায়, অপারাজিতা মন্ডল অপু, জি এম রেজা, অমরেশ ঢালী প্রমুখ। সভার শুরুতে মরহুমা খাদিজা আকতারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে প্রধান অতিথি গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।