আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাদপুরা গ্রামের রুহিতপুর এলাকার তরমুজের ক্ষেতের পাশে পড়ে থাকা গলাকাটা যুবকের পরিচয় পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নিয়ে এই লাশের পরিচয় শনাক্ত করেছে। নিহত যুবকের নাম মো.মহিউদ্দিন ঈসা(১৯)। নিহতের বাড়ি পটুয়াখালী জেলা সদরের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. জাফর ফকিরের ছোট ছেলে এবং পেশায় অটোচালক ছিলেন। নিহতের বড় ভাই কাওসার হোসেন দশমিনা থানায় এসে পরিচয় নিশ্চিত করেছেন। থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, তাকে কুপিয়ে হত্যা করে টং ঘরের মধ্যে খরকুটা দিয়ে দুর্বৃওরা ঢেকে রাখে। নিহত যুবকের মাথায়, মুখে, গলায় ও কোমরের পিছনের অংশে বিশাল আকৃতির অসংখ্য কোপ রয়েছে। সহকারী পুলিশ সুপার (গলাচিপা-দশমিনা সার্কেল) মো. জামান বলেন, লাশ উদ্ধার ও পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।