
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে মাদকাসক্ত ছেলের দা ও লাঠির আঘাতে একজন শিশু নিহত ও এবং ৪ জন আহত হয়। এই ঘটনায় ঘাতক ছেলে সবুজকে (৩০) আটক করা হয়। ঘাতক সবুজ একই বাড়ির আবু মৃধার ছেলে।
জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে কোন কারন ছাড়াই হঠাৎ সবুজ বাড়ির লোকজনকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। আহতদের ডাক চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে ঘাতককে ধাওয়া দিলে সবুজ পালাতে না পেরে একটি গাছের মগডালে আশ্রয় নেয়। এদিকে গুরুতর আহত জামাল বেপারির শিশু ছেলে সাফায়েত(৮) বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই মারা যায়। অপর আহতরা একই বাড়ির বাহাদুর মুন্সীর স্ত্রী মরিয়ম(২৮),তার শিশু ছেলে মুহিত হাসান(৮),সাইদুলের স্ত্রী নাসিমা(৩২) এবং পঞ্চম আলীর ছেলে বাবুলকে(৪৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে সাফায়েত,মুহিত হাসান ও তার মা মরিয়মকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলিম জানান,ঘাতক সবুজকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।