
দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার (৫০) কিডনি সমস্যার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর খুলনা বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টায় নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর এ অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার নিজ বাসভবন নলিয়ানে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানা যায়।