দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পানখালী ইউনিয়নে স্থানীয় জনগনকে কর প্রদানে উদ্বুদ্ধ তথা সরকারি ও বেসরকারি সংস্থার সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ‘র কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় পানখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কন্টিনেন্টাল কোঅর্ডিনেটর এশিয়া মহাদেশ‘র ড. জর্জ র্মাজ, হেলভেটাস সুইজারল্যান্ড প্রতিনিধি জান স্যামুয়েল হাউসার, কান্ট্রি ডাইরেক্টর প্রশান্ত কুমার ভার্মা, ইভলভ প্রকল্প ম্যানেজার শাহরিয়ার মান্নান, মনিটরিং কর্মকর্তা এম এ হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএনআরএস নব পল্লব, ইভলভ প্রকল্প সমন্বয়কারী মিলন চৌধুরী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমরান আলী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, হানজালা শেখ, ইদ্্িরস আলী, খোরশেদ আলম, কহিনুর বেগম, সাবিনা ইয়াসমিন, শহিদুল ইসলাম, সিএসওনেতা তৈয়বুর রহমান, শিবানী সরদার প্রমুখ। এ সময়ে মেলায় শত শত মানুষ তাদের বসত বাড়ীর কর পরিশোধ করেন। পরবর্তীতে সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সাথে অতিথি বৃন্দ মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দাকোপে কর ও সেবা মেলা অনুষ্ঠিত
Leave a comment