দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ দিবসটি পালনের আয়োজন করেন।
রবিবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাবেক সভাপতি শিপন ভূঁইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, আজগর হোসেন ছাব্বির প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দাকোপে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
Leave a comment