দাকোপ (খুলনা) প্রতিনিধি : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী’র (ইউএনও) সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী, দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি.এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দাকোপে জাতীয় ভোটার দিবস পালিত
Leave a comment