
দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা ইমাম পরিষদের সাথে জেন্ডার অসমতা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারের ধারাবাহিকতায় দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা প্রকল্প-২,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগীতায় রবিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান,দাকোপ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। বক্তৃতা করেন ইমাম পরিষদের মুফতি শফিকুল ইসলাম, মুফতি তাবারক হোসেন, মুফতি মোস্তফিজুর রহমান, মাওঃ জাকারিয়া হোসেন, মাওঃ বাবলুর রহমান, মাওঃ আতিকুর রহমান, মাওঃ আবুল হাসান, মাওঃ ইউসুফ আলী, মাওঃ সায়ফুল্যাহ সালেহী, মাঃ ইয়াদুল ইসলাম ,নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমবরম প্রমুখ। এ সময় উপজেলা ইমাম পরিষদের সদস্য বৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।