দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংরক্ষিত ওর্য়াডের মেম্বর শিউলি পারভিনের রাস্তার নির্মানে বরাদ্দকৃত এক লক্ষ টাকা আত্মসাতসহ নানা অনিয়মের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় দাকোপ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবেশি ফারুক আহমেদ মোল্যা। বক্তব্যে তিনি বলেন পানখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর ও খোনা এলাকার জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভিন বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাথে পরিকল্পিত ভাবে শত্রুতা করে আসছে। সে আমাদের বসত বাড়ির রাস্তা নির্মানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ এক লক্ষ টাকা কাজ না করে আত্মসাত করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করিলে সে আমাদরকে অকথ্য ভাষায় গালি গালাজসহ শাররীকভাবে লাঞ্চিত করে। তার বেপরোয়া আচারনে ভীত হয়ে আমরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। যে কারণে আমি গত ৪ নভেম্বর থানায় ১৬৭ নম্বর জিডি করেছি। কিন্তু এ সকল ঘটনা ধামা চাপা দেয়ার জন্য শিউলি গত ২ নভেম্বর আমাদের বিরুদ্ধে মিথ্যা উক্তিতে মনগড়া বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে। তিনি উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান এবং শিউলির সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে প্রসাশনিক তদন্ত পূর্বক শাস্তির দাবি জানান। এ সময়ে উপস্থিত ছিলেন আব্দুস ছালাম মোল্যা, এনামুল করির, আমিরুল ইসলাম মোল্যা, লিটন মোল্যাসহ আরো অনেকে। এ ব্যাপারে টাকা আত্মসাতের বিষয়ে শিউলি পারভিন বলেন, অধিকাংশ রাস্তার কাজ করেছি। মাটির অভাবে অল্প কিছু কাজ করতে বাকি আছে। মাটি পেলে বাকি কাজ করে দেবো।