দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার ব্যাপক অনিয়ম, দূর্নীতি, স্বজন প্রীতি ও খামখেয়ালীপনার বিরুদ্ধে বিক্ষভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় চালনা পৌরসভার স্থানীয় জনসাধারণের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাকোপ উপজেলা প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন এস এম ফয়সাল হোসেন, আব্দুর রাজাক শেখ, আয়ুব আলী কাজি, আব্দুর রাজাক মোল্যা, ফেরদৌস সানা, হাসমত খলিফা, বিল্লাল শিকদার, ইয়াছিন শেখ, রতন মন্ডল, সেলিম হাওলাদার, রেজাউল, শাহীন, সাইফুল প্রমুখ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, অভিযোগের বিষয়ে আমার কোন কিছুই জানা নেই। তাদের কাছে যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতে পারে। অভিযোগ প্রমানিত হলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা নিবে।