
জন্মভূমি ডেস্ক : বিমানে কারিনা কাপুরকে দেখে স্বাভাবিকভাবেই ভিড় করছিলেন ভক্তরা, এগিয়ে এসে হাই-হ্যালো করছিলেন অনেকেই। কিন্তু তিনি নাকি কাউকে পাত্তাই দেননি! এমনই অভিযোগ করলেন নারায়ণ মূর্তি। একটি অনুষ্ঠানে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন নারায়ণ এবং তার স্ত্রী সুধা মূর্তির একটি আলাপচারিতার ভিডিও সামনে এসেছে সম্প্রতি।
আসল অনুষ্ঠানটি চলতি বছরের শুরুর দিকের। নারায়ণ মূর্তির কথা শুনে অবশ্য পাশে বসা সুধা মূর্তি কারিনাকে আড়াল করার চেষ্টা করেন। বোঝাতে চান, লাখ লাখ ভক্তদের মাঝে এমনটা হতেই পারে। কিন্তু তাতেও তিনি থামেননি।
নারায়ণ মূর্তি বলেন, আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম। আমার পাশের সিটে কারিনা কাপুর ছিলেন। অনেকেই তার কাছে এসে হ্যালো বলছিলেন। কিন্তু কারিনা যেন সেটুকুতেও বিরক্ত হচ্ছিলেন। কোনো উত্তর দিচ্ছিলেন না কাউকে। আমি একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েকজন আসছিলেন, আমি উঠে দাঁড়িয়ে এক-আধ মিনিট করে কথা বলছিলাম সকলের সঙ্গেই। সবাই এটুকুই আশা করেন।
এমন সময়েই সুধা মূর্তি তাকে বাধা দিয়ে বলেন, কারিনার লাখ লাখ অনুরাগী রয়েছেন। এ রকম নিরন্তর হাই-হ্যালো করতে করতে তিনি তো ক্লান্ত হয়ে পড়বেন। তুমি সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা, তোমার হয়ত ১০ হাজার ভক্ত রয়েছে। কিন্তু কারিনার ১০ লাখ ফ্যান। ওর ব্যাপারটা আলাদা।
সুধা মূর্তির মুখে একথা শুনে সকলে হেসে উঠে হাততালি দেন। তবে এর পরেও নারায়ণ মূর্তি বলেন, সেটা আসল সমস্যা নয়। সমস্যা হলো, কেউ যখন স্নেহ-ভালোবাসা-শ্রদ্ধা প্রকাশ করে তখন মানুষটির তা ফেরত দেওয়া উচিত। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। এটাই আমাদের মধ্যে জন্ম নেওয়া অহংবোধকে কমানোর উপায়, এটাই সব।
কারিনাকে নিয়ে এমন সমালোচনা এই প্রথম নয়। ‘দাম্ভিক’ বলে নামডাক আছে তার। এর আগেও একাধিকবার অনুরাগীকে পাত্তা না দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে অভিনেত্রীর।