খুলনার দিঘলিয়া উপজেলার ১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ ভবনের ভিতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হল- দিঘলিয়ার গাজীরহাট এলাকার মোঃ বুলু (৪২), মোঃ খবির (৩৮) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৭)।
দিঘলিয়া থানার ওসি জানান, আজ বৃহস্পতিবার সকালে দিঘলিয়া উপজেলাধীন ১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২য় তলায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, একটি ছোঁড়া ও ১০/১২ খান লাঠিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। দিঘলিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।