
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় মাদকসহ একাধিক মামলার আসামী জামির শেখকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেয়াড়া কলোনী এলাকার বাসিন্দা মৃত জাফর শেখের পুত্র জামির শেখকে খুলনার ছোট বয়রা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। জামির শেখের বিরুদ্ধে জি আর ২৩৩/১৭, ১৯৪/২৪/ ৬৬/২৫/ ৩১/১৮ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এবং ওসি তদন্ত প্রবীরের দিক নির্দেশনায় এস আই জাহিদ হোসেন, এস আই ফিরোজ আলম, এএসআই রুবেল, এএসআই সাদিক, এএসআই তুহিন, কং-ইমদাদ হোসেনসহ দিঘলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোরে যান। যশোর থেকে তাকে ফলো করতে থাকেন। এবং গতকাল সন্ধ্যা ৬ টার দিকে তাকে খুলনা শহরের ছোট বয়রা এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, আটকৃত জামির শেখের বিরুদ্ধে হত্যা মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর থেকে নজরদারীতে রেখে তাকে খুলনা শহরের ছোট বয়রা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে তাকে দিঘলিয়া থানায় আনা হয়।

