জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়ায় উপজেলায় সকালে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও বেলা ১২ টায় উপস্থিত নেই বললেই চলে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্ৰহণ চলছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২১ মে) ভোর ৫টা থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন এর কার্যালয় থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়। পুলিশ, আনসার, বিজিবির সহযোগিতায় প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়।
শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে ভোর থেকেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।
প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে সিল গালা কৃত মোড়কে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন পর্যায়ক্রমে ব্যালট পেপার বিতরণ করেন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার , উপজেলা মৎস্য কর্মকর্তা মন্জুরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচনে নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস, বারাকপুর ইউনিয়নের দায়িত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা, সেনহাটি ইউনিয়নের দায়িত্বে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ, গাজিরহাট ইউনিয়নের দায়িত্বে দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস, আড়ংঘাটা ইউনিয়নের দায়িত্বে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা ও যোগিপোল ইউনিয়নের দায়িত্বে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব নাসরিন আক্তার দায়িত্বে রয়েছেন।
উপজেলার দিঘলিয়া এম এ মজিদ কলেজ কেন্দ্রে সকাল ৯ টায় সামান্য কিছু ভোট পড়েছে। দিঘলিয়া দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা পর্যন্ত ৩৫০ ভোট কাস্ট হয়েছে। উত্তর দিঘলিয়ায় বেলা ১১ টা পর্যন্ত ২৭০ ভোট কাস্ট হয়েছে। বেলা ১২ পর্যন্ত বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ৫৫২ ভোট কাস্ট , বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪৯ ভোট কাস্ট হয়েছে।
সেনহাটি জাকারিয়া মাদ্রাসায় সকাল ১০ টা পর্যন্ত ৩৮০ ভোট কাস্ট হয়েছে, ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন ও উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন , স্বচ্ছতা , নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজ ভোর ৫টা থেকে দূর পাল্লার কেন্দ্র এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হয।
তিনি বলেন , উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ ,নিরপেক্ষ , সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোর ৫টা থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হয় ।
তিনি বলেন , কোন প্রকার অনিয়ম, স্বজনপ্রীতি, ভোট কারচুপি বরদাশত করা হবে না।
তিনি ৬ ষ্ঠ উপজেলা নির্বাচন সুশৃংখল পরিবেশে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবারে ভোটের আগের দিনে ভোট কেন্দ্রে ব্যালট পেপার না পাঠিয়ে সকালের দিকে পাঠানো হয়।
প্রশাসনের এ দূরদর্শী পদক্ষেপ পূর্বের সকল ইতিহাস ভঙ্গ করেছে। এছাড়া অন্যান্য কেন্দ্র ঘুরে জানা যায় , ভোটার উপস্থিতি অত্যন্ত কম ছিল। বেলা ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।