দিঘলিয়া প্রতিনিধি : প্রায় একুশ বছর পর দ্বিতীয় বারের মতো খুলনার দিঘলিয়ায় আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে সড়কপথে দিঘলিয়ার নগরঘাট ফেরিঘাট সংলগ্ন ভৈরব নদীর তীরে স্ব-পরিবারে মাতুল সম্পত্তি দেখবেন। এর আগে তিনি প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০১ সালের ২২ এপ্রিল দিঘলিয়ার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দলীয় সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে দিঘলিয়ায় ভৈরব তীরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন পথে দলীয় নেতাদের তোরণ, ব্যানার, ফেস্টুন, প্যানায় ছেয়ে গেছে। সড়কের পাশের দেয়াল গুলিতে আল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি।
দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন ভৈরব নদীর তীরে প্রধানমন্ত্রীর মা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৪ বিঘার মতো সম্পত্তি ছিলো। মায়ের ওয়ারেশ সূত্রে ওই সম্পত্তির মালিক বঙ্গমাতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সম্পত্তির উপর থাকা পুরানো গোডাউন ভেঙ্গে সম্প্রতি আধুনিকায়ন একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনে সামনে ভৈরব নদীর তীরে সংলগ্ন দৃষ্টিনন্দন একটি রেস্ট হাউজ তৈরি করা হয়েছে।