ক্রীড়া প্রতিবেদক : বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। পার্থে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে অজিরা। এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। অ্যাডিলেডে হবে দিবারাত্রির ম্যাচ। এই ম্যাচে মিচেল মার্শ খেলতে পারবেন কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা। ফলে দলে ডাক পেয়েছেন নতুন এক ক্রিকেটার।
মার্শের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত ক্রিকেটার বাউ ওয়েবস্টার। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটারের সঙ্গে এবার যোগ হয়েছেন ওয়েবস্টার। ৩০ বছর বয়সী ওয়েবস্টার ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। অলরাউন্ডার এই তারকা চলমান সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন। দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এছাড়া ঘরোয়া ক্রিকেটেও গত দুই বছর তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে রান করেন ১ হাজার ৭৮৮ রান। সম্প্রতি তাসমানিয়ার হয়ে তিনি ৬১ ও ৪৬ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৫ উইকেট।
অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।