রূপসা প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম মহিবুল্লাহ’র স্বরণে প্রতি বছরের ন্যায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উপলক্ষে রূপসা প্রেসক্লাবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ক্লার মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস, এম মাহবুবুর রহমান।
ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী’র সঞ্চালনায় বক্তৃতা করেন, ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক অলিদ শেখ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য আবু হারুনার রশীদ, শাহরিয়ার হোসেন মানিক, বিএম শহিদুল ইসলাম, চন্দন ভট্টাচার্য, রেজাউল ইসলাম তুরান প্রমুখ। সভয় আগামী ০৯ ও ১০ ডিসেম্বর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট, স্মরণ সভা, শহীদদ্বয়ের সমাধীতে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।