
জন্মভূমি ডেস্ক : সন্তান রাজ্যকে নিয়ে কয়েকদিন বেশ নাজেহাল ছিলেন পরীমণি। হাসপাতাল, ডাক্তার— এক হাতে সামলাতে হয়েছে তাকে। এ খবর সবাই জানলেও ছেলেকে দেখতে ছুটে আসেননি শরিফুল রাজ। তবে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন রাজ্যের প্রতি ভালোবাসা। এরপরই পরীমণি জানালেন, ভালোবাসা দেখিয়ে হয় না।
পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সম্মান, ভালোবাসা আর ঘৃণা দেখিয়ে হয় না রে পাগলা। ছোট এই বাক্য কার উদ্দেশে লিখেছেন তা খোলাসা করেননি পরীমণি। তবে নেটিজেনদের ধারণা সন্তানের বাবা রাজকে নিয়েই কথাগুলো লিখেছেন অভিনেত্রী।
কেননা এর আগে রাজ্যকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রাজ। ওই পোস্টে পরীমণির প্রতিও ভালোবাসা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে অনেক। আম্বাকে (পরীমণি) এক শ কোটি চুমু দিও।’
এরপরই পরীমণি নিজের পোষ্টে ইঙ্গিতে কথা শুনিয়ে দিলেন। নেটিজেনরাও অভিনেত্রীর সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।