দেবহাটা প্রতিনিধি
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পরিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ফুট পাম্প, হ্যান্ড স্প্রেয়ার, বাডিং নাইফ, প্রুনিং শিয়ার সহ কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আহম্মেদ সাঈদ, ইব্রাহিম খলিল, আলাউর সিদ্দিকী, আবুল কামাল, জাহিদ হোসেন, ইউনুস আলী সহ ৫টি গ্রুপের সদস্যরা। এসময় ফুট পাম্প একটি, হ্যান্ড স্প্রেয়ার ২টি, বাডিং নাইফ ৩টি, প্রুনিং শিয়ার ৩টি সহ কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়।