জন্মভূমি ডেস্ক : বিদেশি বলে প্রচার করে দেশি কাপড় বিক্রির অভিযোগে সিলগালা করে দেওয়া হয়েছে ‘সানভীস বাই তনি’র শোরুম। সামাজিকমাধ্যমে আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি পরিচালিত প্রতিষ্ঠানটিতে অভিযানের পর এই সিদ্ধান্ত দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৩ মে) গুলশান শ্যুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়।
ভোক্তা অধিকার অধিদফতর বলছে— তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে।
ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তা অধিদফতরের অভিযোগ সফটওয়্যারে বেশকিছু অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির ব্যাপারে। এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল।
তিনি বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শতশত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে।
ভোক্তার এই কর্মকর্তা আরও বলেন, প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। তারা যেহেতু কোনো জবাব দেয়নি, উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র, প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে।’
আব্দুল জব্বার মন্ডল বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে।