
জন্মভূমি ডেস্ক : খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষ আজ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, চল্লিশ দিনের কর্মসূচিসহ বিভিন্ন ধরণের সুবিধা ভোগ করছেন।
আজ শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংসদ সদস্যর রাজনৈতিক কার্যালয়ে (কয়ঘাটস্থ) সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের দ্বারা অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি সালাম মূর্শেদী আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। আর এ পদ্মা সেতুর কারণেই দেশের ২১টি জেলায় যোগাযোগ ব্যবস্থা আরো বাড়িয়ে দিয়েছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের সাফল্যের কথা আমজনতার মাঝে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর সাফল্যের কথা আমজনতার মাঝে তুলে ধরতে হবে। দেশের মানুষ বুঝে গেছেলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুল সালাম এর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক সরদার, আরশাদ আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সদস্য যথাক্রমে সরদার জসীম উদ্দিন, সামছুল আলম বাবু, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ মঈনুদ্দিন শেখ, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত দে, রূপসা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নেতা মোঃ রাসেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোমেছা বেগম, ছাত্রলীগ নেতা নোমান সৈকত, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফরিদ, যুবলীগ নেতা শেখ সাগর সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।