ডুমুরিয়া প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন; আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন বা বিতর্কিত ব্যক্তিকে প্রার্থীতা মনোনয়নে জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোন প্রকার ঝুকি নেবেন না। কারণ জনগণের ভোটেই এবার স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দলগুলো নির্বাচনে আসুক এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরও বলেন; ছোটবেলা থেকেই সেবার মানসিকতায় ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে সম্মান করি। উপর ওয়ালা ভাগ্যে যা লিখেছেন তা কেউ ঠেকাতে বা খন্ডাতে পারবেনা। আমি আশা করি ডুমুরিয়া ফুলতলার মানুষ আমার মানবিক ও উন্নয়ন কর্মকাণ্ডকে মূল্যায়ন করতে ভুল করবেনা। গতকাল শনিবার (১০ জুন) সকালে তার বাসায় উপজেলায় কর্মরত সাংবাদিকরাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি তার আমলে উন্নয়ন কর্মকাণ্ড উল্লেখ করে বলেন; সাংবাদিকরা জাতির বিবেক। তারাই পারে ঘূণে ধরা সমাজকে আমূল পরিবর্তন করতে। যারা সরকারে থাকেন তারাই দেশ পরিচালনা করেন। কিন্তু কাজের স্বার্থে সকল দলের নেতা এবং জনগণের সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধু সেই আদর্শ রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা কাজী আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জী, আব্দুল লতিফ মোড়ল, অরুণ দেবনাথ, শেখ আব্দুস সালাম, মাহবুবুর রহমান, এস রফিক, সুব্রত কুমার ফৌজদার, জি এম ফিরোজ, সেলিম আবেদ,জাহাঙ্গীর আলম মুকুল, লিটন গাজী, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ।