
জন্মভূমি ডেস্ক : স্কটিশ দ্বীপে ৫০ টিরও বেশি তিমির মৃত্যু হয়েছে। গত রবিবার সমুদ্র তীরে আটকা পড়ে তিমিগুলোর মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ ডাইভার্স মেরিন লাইফ রেসকিউ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিএমএলআর-এর ওয়েলফেয়ার ডিরেক্টর ড্যান জার্ভিস জানান, অনেকগুলো তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে। মনে হচ্ছে তিমিগুলো রাতের বেলা তীরে আটকা পড়েছিল। রবিবার সকালে দিকে ১৫টি তিমিকে জীবিত পাওয়া গেলেও ৫৫টির মৃত্যু হয়।
তিনি জানান, তিমি যখন পানি থেকে স্থলে আসে তখন তার ওজনের ভার বহন করতে পারে না। আর তিমি সাধারণত ৬ ঘণ্টার বেশি স্থলে বেঁচে থাকতে পারে না।
এদিকে স্কটিশ মেরিন অ্যানিম্যাল স্ট্র্যান্ডিং স্কিম (এসএমএএসএস) বলেছে, এক দশকের মধ্যে স্কটল্যান্ডে এক সঙ্গে এত তিমির মৃত্যু হলো।