কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) সকালে খোকসা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে খোকসা সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালি, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান, সাংবাদিক মোঃ শেখ সাইদুল ইসলাম প্রবীন, মোছাঃ মিম্মা আক্তারসহ অন্যান্য বক্তারা।
এছাড়া সমাবেশটি ছাত্র নেতা আঃ আলিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন ছাত্রনেতা আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, সাকিব হোসেন, কামরুল ইসলাম, বিপ্লব হোসেন ও আকাশ। বক্তারা ধর্ষণের কঠোর শাস্তি নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি খোকসার সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ’ এর ব্যানারে আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশ থেকে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান।