নগরীতে চালকের গলায় ছুরি মেরে সিএনজি ছিনতাই এর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয় টায় নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালের অপজিটের বাইপাস রোডে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গুরুতর আহত ইজিবাইক চালকের নাম রফিজ উদ্দিন তালুকদার। তিনি খালিশপুরের উত্তরপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় অজ্ঞাত একছিনতাইকারী তার ইজিবাইকে করে মুজগুন্নীর পেটকা বাজার থেকে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের অপজিটের বাইপাস সড়কে যায়। সেখানে আগে থেকে আরো দুইজন দাঁড়িয়ে ছিল। ওখানে পৌছানোমাত্র সিএনজিতে বসা ছিনতাইকারী তার গলায় ছুরিদিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। আর সিএনজি নিয়ে চলে গেছেন। পরে আশপাশের লোকজন তাকে ধরে খুলনা মেডিকেল কলেজ পাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত।