
জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে ৬শ’৫০ গ্রাম গাঁজা ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন গ্রেফতার হয়েছে। সোমবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে খুলনা সদর থানাধীন চাঁনমারী দ্বিতীয় লেনের রিপন চন্দ্র শীল (৩২) ও হাসপাতাল রোড রেল কলোনির মোঃ জাহিদুল ইসলাম সরদার (২৮), দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের মোঃ জিয়ারুল গাজী ওরফে জিয়া (২০) এবং খালিশপুর থানার বৈকালী ঝুড়িভিটা রোড ফকির বাড়ী এলাকার মোঃ সাগর ওরফে চেয়ারম্যান (৪৩) নামে চার জন গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।