জন্মভূমি রিপোর্ট : নগরীর লবনচরা থানাধীন গল্লামারী এলাকা হতে গ্রেফতার এক আসামির দেখানো স্থান হতে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার আরেকজনের দেখানো স্থান হতে ডাকাতি করা সোনা উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৩ মে ডাকাতির অভিযোগে লবনচরা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া সোনাডাঙ্গা মডেল থানার দেনারাবাদ রোডস্থ ৭/৩ নং হোল্ডিংয়ের বাসিন্দা জাকির হোসেন (৩২)’র দেখানো স্থান হতে একটি হাসুয়া উদ্ধার হয়েছে। অন্যদিকে, সন্ধ্যায় গ্রেফতার হওয়া একই থানার খলিল চেম্বার মোড় এলাকার মোঃ আল আমীন বুলু (৩৫)’র দেখানো স্থান হতে এক ভরি ৮ আনা ও জনের গলিত সোনা উদ্ধার হয়েছে।
সূত্রমতে, আসামি জাকির ডাকাত সর্দার। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার নবাবগঞ্জ থানায় একটি, দোহার থানায় একটি, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি, শাহাপরাণ থানায় দুইটি এবং কেএমপি’র খুলনা সদর থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি মাদক মামলাও রয়েছে। অপর আসামি বুলুর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় দুইটি মাদক মামলাসহ আরও একটি ফৌজদারী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। আসামিদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরীতে ধারালো অস্ত্র, সোনাসহ গ্রেফতার ২
Leave a comment