
জন্মভূমি রিপোর্ট : নগরীতে সক্রিয় চোর চক্র। সুযোগ পেলেই চুরিতে দারুণ দক্ষতার পরিচয় দেয়। এভাবে চুরি কিংবা ছিনতাইয়ের মালপত্র বিক্রি করতে রয়েছে নিজস্ব দোকানও!
অনুসন্ধানে জানা যায়, গত ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে আবু নাসের হাসপাতালের পশ্চিম গেট সংলগ্ন বন্ধন টাওয়ার থেকে ১৩২ কয়েন ইলেক্ট্রিক্যাল তার চুরি হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। চুরির এ ঘটনায় ২৮ এপ্রিল মো: মাহাবুব নামে অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা বাদি হয়ে খালিশপুর থানায় মামলা করেন। মামলা নম্বর ২৫।
এক সপ্তাহের অনুসন্ধানের পরে খালিশপুর থানা পুলিশ রবিবার ৮ মে সকাল দশটায় ধর্মসভা ক্রসরোড মাদানি মসজিদের নিচে নিউ ইলেট্রিক্যাল ওয়াল্ডের স্বত্বাধিকারি মামুন শেখবে গ্রেফতার করা হয়। আসামী মামুন শেখ (৩৫) সোনাডাঙ্গা থানা এলাকার নবপল্লী এলাকার সোহরাব শেখ সবুরের পুত্র।
মামলার তদন্ত কর্মকর্তা মিনারুল ইসলাম বলেন, চোর চক্র গত ২৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে আবু নাসের হাসপাতালের পশ্চিম গেট সংলগ্ন বন্ধন টাওয়ার থেকে ১৩২ কয়েন ইলেক্ট্রিক্যাল তার চুরি হয়। যার মধ্যে চার কয়েন তার মামুন শেখ’র নিউ ইলেট্রিক্যাল ওয়াল্ড থেকে চার কয়েন উদ্ধার করা হয়। মামুন শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে, আশা করি এ চক্রের বাকি সদস্যরাও খুব দ্রুত গ্রেফতার করা হবে।