জন্মভূমি রিপোর্ট : কেএমপি মাদক বিরোধী অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলটেসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পুলিশের মাদক বিরোধী অভিযানে পশ্চিম টুটপাড়া মাওলার বাড়ীর মোড় এলাকার বাবু গাজী, পুরাতন মাইল পোষ্ট পশ্চমি সেনপাড়া এলাকার মোঃ সুমন মুন্সি ও গোয়ালখালী এলাকার মোঃ ওয়াছিদ বিন লিছানকে গ্রেফতার করে। এসময় এদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।