
জন্মভূমি রিপোর্ট : নগরীর খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর এলাকা হতে ইয়াবা, মাদক কারবারের প্রায় ৩০ হাজার টাকা ও ধাঁরালো অস্ত্রসহ তিন জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত একটা থেকে তিন ঘন্টা ব্যাপী সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।
কেএমপির বিশেষ শাখার এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে বলেন, ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মাসুক আব্দুর রাফির নেতৃত্বে সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। তখন উত্তর কাশিপুর এলাকার মোরশেদ মুন্সির ছেলে মোঃ রিয়াজ মুন্সি (২৪), একই এলাকার কবরখানা রোডের বাসিন্দা মোঃ জামালের ছেলে সাকিব (২৫) এবং কাশিপুরের অধিবাসী রুস্তম হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার গ্রেফতার হয়। তাদের হেফাজত হতে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক কারবারের নগদ ২৯ হাজার ৭শ’ টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ডিউটি অফিসার দুপুর এক টার দিকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদেও আদালতে সোপর্দ করা হয়েছে।

