
জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৭ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো খালিশপুর থানার বড় বয়রা জংসন রোডের হাফিজুর রহমানের পুত্র হাসিবুর রহমান লিমন (৩২), একই থানার মেগার মোড় বাগান বাড়ির মৃত: ইদ্রিস মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর (৪৬), একই থানার উত্তর কাশিপুরের শাহ আলমের পুত্র মোঃ আমিন (২২), খুলনা থানার টুটপাড়া মেইন রোডের মৃত: মোক্তার হোসেনের পুত্র নূর মোহাম্মদ (৪০), সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া লোহাপট্টির মৃত: ফজলুর রহমানের পুত্র মোঃ খুরশিদ আলম (৩৫), একই থানার শেখপাড়ার মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ রাব্বি হাওলাদার (২৩) এবং দৌলতপুর থানার পাবলা তিন দোকানের মোড় এলাকার সাহেব আলী শেখের পুত্র মোঃ জামাল শেখ (৩৫)।
কেএমপি সূত্র জানায়, গত রবিবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ মাদক কারবারিকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৮২ পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।