জন্মভূমি রিপোর্ট : নগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা কালীবাড়ী বাজারের একটি জুয়েলারি দোকানে গত সোমবার দপুরে ডাকাতির ঘটনায় নাজিম উদ্দীন (৪৫) নামে একজন ১২ গ্রাম স্বর্ণালংকারসহ গ্রেফতার হয়েছে। ডাকাতির পর পুলিশ তাকে ঢাকা মেট্রো (গ) ১৯৬৭৬৬ নাম্বারের মাইক্রোবাসসহ আটক করেছিল। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী তার নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে ডাকাতির অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গত রাত ৮ পর্যন্ত সময়ের মধ্যে পলাতক আসামিদের কেউ গ্রেফতার হয়নি। উদ্ধার হয়নি তাদের কাছে থাকা অস্ত্র ও লুন্ঠিত টাকাসহ বাকী স্বর্ণালংকার।
আসামি নাজিম রাজধানী ঢাকার মিরপুর থানাধীন নবাবেরবাগ শাহআলী এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুজ্জামান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী দৈনিক জন্মভূমিকে বলেন, পলাতক আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করে গ্রেফতার, তাদের হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র এবং ধাঁরালো অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টায় আসামি নাজিম উদ্দীনকে ১০ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আজ বুধবার আদালতে আবেদন করা হচ্ছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
পুলিশ জানায়, ২৮ অক্টোবর দুপুর একটার দিকে একটি মাইক্রোবাসযোগে চালকসহ পাঁচ জন ওই বাজারের দত্ত জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। গাড়ীতে চালক বসে থাকলেও চার জন আগ্নেয়াস্ত্র এবং ধাঁরালো অস্ত্র নিয়ে দোকানে ঢুকে বিক্রেতাকে জিম্মি করে। এরপর ক্যাশ বাক্স থেকে নগদ দুই লাখ টাকা এবং ১৬ টি জুয়েলারি বক্স লুটে নেয়। তখন তিন জন মালামালসহ আগে বেরিয়ে গেলেও একজন পেছনে পড়ে। দোকানি উত্তম দত্ত তাকে জাপটে ধরে। এরপর সে ওই দোকানিকে লক্ষ্য করে গুলি করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশ ঘটনাস্থল হতে দুই রাউণ্ড পিস্তলের গুলির খোসা জব্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে অবস্থানরত কয়েকজন ডাকাত দলের মাইক্রোবাসের গতিরোধ করার চেষ্টা করেন। তখন দুবৃত্বরা ৬-৭ টি ককটেল ছুড়ে মারে। এর বিস্ফোরনে রাজ্জাক (৪৫), রাজা মিয়া (৫০), শহিদুল (৪৫) এবং রাজিব (৩০) নামে চার জন সামান্য জখম হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফেরেন।
নগরীতে স্বর্ণের দোকানে ডাকাতি: আটক নাজিমের ১০ দিনের রিমাণ্ড চাওয়া হবে আজ
Leave a comment