জন্মভূমি রিপোর্ট
খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ’ গ্রাম গাঁজাসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি টি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হচ্ছে, সোনাডাঙ্গা মডেল থানাধীন আমতলা মোড়ের শফিকুর রহমান ওরফে রাজা (২০), একই থানাধীন শেখপাড়া বৌ বাজার এলাকার মোঃ আলাল শেখ (৩০), লবনচরা থানাধীন কৃষ্ণনগর বাজারের মোঃ সবুজ হোসেন (২১), একই এলাকার মোঃ ইউসুফ উদ্দীন গাজী (৩১) এবং হরিনটানা থানাধীন খানজাহান নগরের ছাইদুর রহমান ছাইদ ওরফে সম্পদ (২৫)। কেএমপি’র এক ই মেইল বার্তা থেকে এ তথ্য জানা গেছে।