নড়াইল প্রতিনিধি : মোঃ নিজাম উদ্দিন খান নিলু। তিনি একাধারে নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। পবিত্র মাহে রমজানেও তিনি বসে নেই। চালিয়ে যাচ্ছেন সমানে রাজনীতি ও সমাজ সেবা। দান করছেন অকাতরে। প্রতি বছরের ন্যায় এ বছরও রমাজানের শুরু থেকেই বেশি-বেশি দান অনুদান দিচ্ছেন। প্রতিদিন তার বাসভবন ও অফিসে আসছেন নানাবিধ সমস্যা জর্জরিত সমাজের অবহেলিত মানুষ। সাধ্যমত তাদের সহযোগিত করছেন। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা হতে আসেন রাজনৈতিক নেতাকর্মী। তাদেরকে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন। তাদের মধ্যে অস্বচ্ছল নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করেন। তাদের নানাবিধ সমস্যার কথা আন্তরিকভাবে শুনে যথাসাধ্য সহযোগিতা করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দন খান নিলু রমজানের রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখে চষে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ। ছুটে যাচ্ছেন জেলার বিভিন্ন বাজার ও গ্রামে। চলে যাচ্ছেন দলের নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি। দলের ত্যাগি নেতাকর্মীদের কাছে গিয়ে তাদের সুখ-দু:খের খোঁজ-খবর নিচ্ছেন।
রোজার ৫ম দিনে তিনি সফর করেন সদর উপজেলার শেখহাটি ও মুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। তিনি এ দু’টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেন। রমজানে নিত্যপণ্যের বাজার দর ঠিক রাখার জন্য অনুরোধ করেন।
শেখহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান গোলক বিশ্বাস ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। চেয়ারম্যান গোলক বিশ্বাস শেখহাটি ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু জনস্বার্থে সমস্যাগুলির সমাধান করে দেয়ার আশ্বাস দেন। পরবর্তী দিন তিনি ছুটে যান কলোড়া ও সিঙ্গাশোলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনে। তিনি সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: উজ্¦ল শেখকে নিয়ে গোবরা বাজার পরিদর্শন করেন। তিনি প্রায় প্রতিদিনই বের হচ্ছেন নেতাকর্মীদের সুখ-দু:খের খবর জানতে। জেলার বিভিন্ন বাজার অলিগলি ঘুরে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছেন।