
ডেস্ক রিপোর্ট : সংসদীয় আসন ৯৪,নড়াইল-২ এর বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কারাবরণকারী তৃণমূলের পরীক্ষীত নেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম হাটসভা করেছেন।
জানা যায়, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে লাহুড়িয়া বাজারে এ হাটসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মোল্যা সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মোল্যা এ হাটসভা পরিচালনা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৃণমূলের জনপ্রিয় মুখ আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সদর পৌর বিএনপির সভাপতি মোঃ তিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ইকবাল হাসান শিমুল প্রমুখ।
নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নিকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে বারবার কারাবরণকারী তৃণমূলের পরীক্ষীত নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম এর মনোনয়ন দাবি করেন।