হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। শনিবার (৬ জুলাই) নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার। প্রশিক্ষণ অনুষ্ঠানে সার্বিক কার্যক্রমে মুখ্য ভূমিকা পালন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক ইউছুফ আলী। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল সরদার তাহিদুল, সদর থানার ওসি (তদন্ত) জামিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আিিজজুর রহমান ভূইয়া এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন না। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদ‘র চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদের সামনের মার্কেটেই বসে ছিলেন। এ সময় কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ বিশ^াস, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, সিংগাশোলপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু, বাসগ্রাম ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ কয়েকজন চেয়ারম্যানের নিকট অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তারা বলেন, বিশেষ কারনে তারা অনুষ্ঠানে যুক্ত থাকেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার বলেন,সম্মানিত চেয়ারম্যানবৃন্দ অন্য একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য থাকতে পারেননি।