
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের প্রতিবন্ধি রিয়াজ মোল্যার স্ত্রী বর্ষা খানম ধর্ষন মামলা দিয়ে বিপাকে পড়েছেন। একই গ্রামের আসামীদের অব্যহত হুমকিতে গৃহবধু বর্ষা পালিয়ে বেড়াচ্ছেন।
শনিবার (১২ আগষ্ট) ভুক্তভোগি বর্ষা খানম জানান, তিনি চলতি মাসের ৮ আগষ্ট চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বাবু মোল্যা (৪৫),বসার মোল্যা (৩৫), রাসেল মোল্যা (৩৫) এর নামে নড়াইল নারী ও শিুশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষন মামলা করেন। যার নং ৫৮/২৩। মামলার তদন্ত দেয়া হয়েছে পিবিআই এর উপর। এ মামলার করার পর উল্লেখিত আসামীরা নানা ভাবে হুমকি অব্যহত রেখেছে। তাদের হুমকিতে বর্ষা খানম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজানা আতংকে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।
মামলার বিবরণ ও ভুক্তভোগি গৃহবধু বর্ষা খানম সূত্রে জানা গেছে, আসামীরা দীর্ঘদিন ধরে গৃহবধু বর্ষা খানমকে উত্যক্ত করে আসছিল। বর্ষার শ্বশুড়ির দেয়া অভিযোগে এ ঘটনায় সালিশ বৈঠক হয়। এরপর গত ২৭ জুলাই রাতে আসামীরা বর্ষা খানমকে তার স্বামীর বাড়ি হতে তুলে নিয়ে যায়। কয়েক দিন আটকে রেখে তাকে ধর্ষন করে। বর্ষার শ্বাশুড়ি কোথাও তার সন্ধান করতে না পেরে লোহাগড়া থানায় অভিযোগ দেন। থানা পুলিশের চাপে আসামীরা গত ৪ আগষ্ট সকালে বর্ষা খানমে তার স্বামীর বাড়ির সামনে হাত,মুখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়। আসামীদের নিকট হতে মুক্ত হওয়ার পর বর্ষা খানম গত ৮ আগষ্ট মামলা করেন। মামলা করার পর তাকে মোবাইলে ও নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে।
আসামীরা পলাতক থাকায় তাদের নিকট হতে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বাদীর শ্বাশুড়ি কহিনুর বেগম জানান, তারা খুবই গরিব মানুষ। অপরদিকে আসামীরা প্রভাবশালী ও খুবই খারাপ প্রকৃতির। তাদেরকে অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা কোন কথা শোনেনি। সালিশ বৈঠকেও কোন কাজ হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় যা খুশি তাই করছে। যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।